এই মাত্র পাওয়া

কম্পিউটার কি ? কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে সাধারণ শিক্ষা নিন ৷

কম্পিউটার কি ? কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে সাধারণ শিক্ষা নিন ৷

কম্পিউটার কি ? কম্পিউটার হল- গননাযন্ত্র , এটি এমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে

গাণিতিক গননা সংক্রান্ত কাজ খুব দ্রুত করতে পারে ৷

বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে ১৯৬৪ সালে ৷

কম্পিউটার  কি  কম্পিউট তথ্যপ্রযুক্তি সম্পর্কে  নিম্মে কিছু সাধারণ শিক্ষা দেওয়া  হল ৷

১) মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য ব্যবহার হয় – MICR

২) Bluetooth যার উদাহরন -Personal Area Network.

৩) মোবাইল ফোনে যে মোড ব্যবহার হয় তা হল – Full duplex

৪) কম্পিউটারের মূল মেমোরি তৈরী যা দ্বারা তা হল – সিলিকন

৫) যা ছাড়া ইন্টারনেট এ প্রবেশ করা সহজ না তা হল – web Browser

৬) প্রোগ্রাম থেকে কপি করা ডাটা থাকে – RAM এ

৭) ইন্টারনেট চালু হয -১৯৬৯ সালে

৮) কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তি থাকে -ROM এ

৯) কম্পিউটারের হার্ডডিক্স মেমোরি হল – সহায়ক মেমোরি

১০) কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয় – ন্যানোসেকেন্ডে

১১) ফেসবুক প্রতিষ্ঠা করা হয় – ২০০৪ সালে ৷

১২) কম্পিউটার আবিষ্কার করেন – হাওয়ার্ড এইকিন

১৩) বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন – বিল মোগরিজ

১৪) ট্রানজিষ্টর আবিষ্কার হয় – ১৯৪৮ সালে ৷

১৫) বাণিজ্যিকভাবে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর হল – ইনটেল (৪০০৪)

১৬) সাধারণ কী বোর্ড বিন্যাসকে বলা হয় – QWERTY

১৭) মাউস প্রথম ব্যবহার হয় মেকিন্টোস কম্পিউটারে (১৯৮৪) সালে

১৮) কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড- মাদারবোর্ড

১৯) কম্পিউটারের ব্রেইন হল – মাইক্রোপ্রসেসর

২০) CPU এর পূর্নরুপ হল- Central processing Unit ৷

২১) সফটওয়্যার মুলূত -দুই প্রকার যেমনঃ সিষ্টেম সফটওয়্যার, অ্যাপলিকেশন সফটওয়্যার ৷

২২) বর্তমানে প্রচলিত মোবাইল ফোনে প্রযুক্তি – দুই প্রকার ( GSM ও CDMA)

২৩) sms এর পূর্নরুপ হল – short message service

২৪) কম্পিউটার ভাইরাস হল – একটি ক্ষতিকারক প্রোগ্রাম ৷

২৫) কী বোর্ডে F1-F12 বোতামগুলোকে বলা হয় – ফাংশন কী

২৬)Wimax হল – তারবিহিন ইন্টারনেট প্রযুক্তি ৷

২৭) ইন্টারনেটের জনক বলা হয় – vinton gray cerf কে

২৮) বাংলাদেশে প্রথম অনলাইন ইন্টারনেট চালু হয় – ৪ জুন ১৯৯৬ সালে

২৯) বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম – আরপানেট ৷

৩০) WWW এ Home page এর address কে বলা হয় – URL ৷

৩১) কম্পিউটার  সাধারণত দুইটি মাধ্যমের সমন্বয়ে কাজ সম্পাদন করে থাকেঃ

যেমন ১- হার্ডওয়্যার , ২- সফটওয়্যার

৩২) আবিষ্কারের দিক থেকে কম্পিউটার কে চার ভাগে ভাগ করা হয়েছে

যেমনঃ  ১. সুপার কম্পিউটার  ২.মেইনফ্রেম কম্পিউটার ৩. মিনি কম্পিউটার ৪. মাইক্রো কম্পিউটার


No comments