সরকারি কম্পিউটার হ্যাক : মোদি-দোভালের তথ্য লোপাট

ভারতের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে সাইবার এটাক করে দেশটির
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ বেশ
কিছু উচ্চপদস্থ কর্মকর্তাদের তথ্য চুরি করেছে হ্যাকাররা। আজ শুক্রবার
আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়, সরকারের বিভিন্ন
কম্পিউটারের গোপন তথ্য যাতে নিরাপদে থাকে সেজন্য ভারতের কেন্দ্রীয় সরকার
ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার গড়ে তোলে। কিন্তু সেই ইনফরম্যাটিক্স
সেন্টারকেই নিশানা করলো হ্যাকাররা।
জানা গেছে, এই ইনফরমেটিক্স সেন্টারের কিছু সরকারি দপ্তরের কম্পিউটারে অজানা মেইল আইডি থেকে ই-মেল ঢোকে। এরপরই সিস্টেমে গোলযোগ দেখা যায়, তারপর একের পর এক তথ্য লোপাট হতে থাকে। দিল্লি পুলিশ ঘটনাটির তদন্ত নেমে জানতে পেরেছে, বেঙ্গালুর এক বেসরকারি দপ্তর থেকে এই ই-মেইল পাঠানো হয়েছে। ঘটনায় এক আমেরিকান কোম্পানির নামও উঠে এসেছে। তবে অভিযোগের তীর যাচ্ছে চীনের দিকে। শেনহুয়া নামক চীনের এক তথ্যপ্রযুক্তি সংস্থা ভারতে সাইবার এটাকের পরিকল্পনা করছে, কয়দিন আগেই এক তদন্তকারী রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। তাই এই ঘটনায় শেনহুয়ার কোনও হাত রয়েছে কিনা তদন্ত করছে পুলিশ।
পাশাপাশি এমনিতেই সাইবার নজরদারি চালানোর অভিযোগে ‘ন্যাশনাল সাইবার সিকিউরিটি কোঅরডিনেটরের নেতৃত্বাধীন কমিটি শেনহুয়ার বিরুদ্ধে তদন্ত করছে বলে জানা গেছে। তবে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে সাইবার এটাকের পর ভারতের সাইবার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। মোদি এবং দোভাল ছাড়াও ওই কম্পিউটারগুলিতে বিভিন্ন উচ্চপদস্থ আমলাদের গোপন তথ্য রয়েছে।
No comments